Treatment

ডা: বিশ্বজিৎ লায়েক

মানসিক রোগ: অনিদ্রা, অবসাদ ( ডিপ্রেশন), অতিরিক্ত টেনশন, মাথা ঘোরা, হঠাৎ বড় বড় কথা বলা, অতিরিক্ত রাগ ও উত্তেজনা, ভাঙচুর করা, বারবার হাত কাটা, মনের জোর ও আত্মবিশ্বাসের অভাব, সন্দেহ বাতিকতা, বেশি পরিস্কার পরিচ্ছন্নতা বাতিক, শুচিবাই, সারাদিন ধরে একই চিন্তা মাথায় ঘোরা, আপন মনে কথা বলা বা হাসা, অকারণে ভয় পাওয়া, একই কথা বারবার বলা, আত্মহত্যার প্রবণতা, হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, হঠাৎ দম বন্ধ হয়ে আসা, কারণ ও পর্যাপ্ত প্রমাণ ছাড়াই স্বামীস্ত্রীর সন্দেহ হওয়া ইত্যাদি। 

 

ব্যাথা যন্ত্রণা: কোমর ও শিরদাড়ার যন্ত্রণা, বিভিন্ন গাঁটে ব্যাথা, ঘাড়ে ব্যাথা, হাতে  পায়ে ব্যাথা, মাইগ্রেন, মাথা ভার হয়ে থাকা, মাথার ব্যাথা। 

 

শিরার রোগ: হাত, পা ও শরীরের অন্যান্য অংশ ঝিনঝিন, চিনচিন, অবশ, অসাড়, জ্বালা পোড়া, মুখ বা ঠোঁট বেকে যাওয়া, হাত পা কাঁপা, মাংশপেশীতে টান বা খিঁচ ধরা, শিরা ফুলে যাওয়া ইত্যাদি। 

 

শিশু কিশোরদের সমস্যা: পড়াশোনা না করা, অবাধ্যতা, উত্তেজনা, চঞ্চলতা, মনসংযোগের অভাব, এক জায়গায় স্হির না থাকা, জড়বুদ্ধি, কথা কম বা বেশি বলা, অন্যদের সাথে মিশতে না পাড়া, মন খারাপ, বিছানায় প্রস্রাব করা, শারীরিকমানসিক অবসাদ বা উত্তেজনা, অস্বাভাবিক আচার ব্যবহার, স্কুলে যেতে ভয় পাওয়া, নিজের জগতে থাকা ইত্যাদি। 

 

বয়স্কদের অসুখ: ভুলে যাওয়া ( স্মৃতি ভ্রংশ), ব্যবহারে পরিবর্তন, দিনরাত সময়ের হিসেব না থাকা, চিনতে না পারা, এলোমেলো কথা বলা, ভুল বলা, বিছানায় প্রস্রাব করা, পায়খানা করে ফেলা ইত্যাদি।

 

নেশা: সিগারেট, গুটখা, মদ, গাঁজা, হেরোইন, কফ সিরাপ, ঘুমের ঔষধ, ডেনড্রাইট জুয়া ইত্যাদি। 

 

সেক্স সমস্যা:অতিরিক্ত যৌন মিলনের ইচ্ছা, যৌন মিলনে অনীহা, যৌন দুর্বলতা, শীঘ্রপতন ইত্যাদি।।

Scroll to Top
× How can I help you?